হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে আবাসনের দাবিতে হরিজনদের বিক্ষোভ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে ভূমিহীন হরিজন সম্প্রদায়ের আবাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা ২টার দিকে থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন হরিজন সম্প্রদায়ের রাম বাসফোর, মিনতি রাণী বাসফোর, জ্যোতি রাণী বাসফোর, জোনাকি রাণী বাসফোর, কালাচান বাসফোর প্রমুখ। তাঁরা বলেন, বর্তমান সরকার সারা দেশে সবকিছুতে উন্নয়ন করলেও হরিজন সদস্যরা কোনো ধরনের উন্নয়ন তো দূরে থাক, সরকারি সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের সন্তানদের স্কুলে ভর্তি নেয় না। এনজিও এবং ব্যাংক থেকে কোনো ধরনের ঋণ দেওয়া হয় না।

নিজেরা বাংলাদেশের নাগরিক কি না, সেই প্রশ্ন তুলে আন্দোলনকারীরা জানান, তাঁদের থাকার মতো ঘরবাড়ি নেই। বৃষ্টির পানি ঘরের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়। রৌমারী সদরের ৩৫টি হরিজন পরিবার দীর্ঘদিন ধরে থানার পাশে ও যাদুরচর ইউনিয়ন পরিষদের রাস্তার ধারে অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করেছে। 

হরিজনদের অভিযোগ, সরকারি ঘর বরাদ্দ এলেও টাকার বিনিময়ে তা অন্যের নামে দেওয়া হয়। তাঁরা টাকা দিতে পারেন না, তাই ঘরও পান না। চিলমারী উপজেলার হরিজনদের মতো তাঁরাও সরকারিভাবে ঘরসহ প্রধানমন্ত্রীর কাছে অন্য সব সুযোগ-সুবিধার দাবি জানান।

এ বিষয়ে কথা হলে রৌমারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ‘মাসিক সমন্বয় সভায় হরিজন সম্প্রদায়ের বাসস্থানের বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। কিন্তু তাঁরা (প্রশাসনের কর্মকর্তা) শুধু আশ্বাস দেন, ব্যবস্থা নেওয়া হয় না।’

ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রবিউল ইসলাম রানা জানান, এখানে যেসব হরিজন সম্প্রদায়ের লোকজন বসবাস করেন তাঁরা স্থানীয় বাসিন্দা ও ভোটার।

যোগাযোগ করা হলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, ‘ঘরের জন্য হরিজন সম্প্রদায়ের লোকজন আমার কাছে এসেছিলেন। তাঁদের লিখিত আবেদন দিতে বলা হয়েছে। ঘর পেতে হলে এখানকার ভোটার হতে হবে। তাহলে সরকারি খাসজমি বের করে তাঁদের বাসস্থানের ব্যবস্থা করা হবে।’

দেড় কিলোমিটার দূরে পুলিশের ফায়ারিং রিহার্সাল, বাড়িতে গুলিবিদ্ধ কিশোরী

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

সেকশন