নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় মাহবুবুর রহমান নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া এলাকায় একটি পুকুরপাড় থেকে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
নিহত কৃষক মাহাবুর রহমান (৪০) নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান।
নলডাঙ্গা থানা-পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে মাহবুর রহমান পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ বৃহস্পতিবার সকালে বাসুদেবপুর উত্তরপাড়া এলাকার একটি পুকুরপাড়ে তাঁর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় নিহতের চাচা মেহের আলী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করেছেন।
ওসি মোনোয়ারুজ্জামান জানান, কৃষক মাহবুবুর গতকাল রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী উত্তরপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি মোনোয়ারুজ্জামান বলেন, ‘মাহবুবুর মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় মাহবুবুরের চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’