হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে ৫২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২, ২৩: ১০

ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লা থেকে ৫২ কেজি ৮৭০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পাচারের উদ্দেশ্যে এনে রাখা ওই পাথর উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এই অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও ৫০-বিজিবির সদস্যরা। 

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে প্রায় ৫৩ কেজি ওজনের একটি মূর্তি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। কষ্টি পাথরের মূর্তিটি পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে এনে জমা করছিল পাচারকারীরা। 

এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা। উদ্ধারকৃত মূর্তিটি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

পাটগ্রামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

আলুর কেজিতে উৎপাদন খরচ ২৫ টাকা, বিক্রি ১৮ টাকা

নিয়োগ-চাঁদাবাজি ছিল আফতাবের কবজায়

শূন্যরেখার শেষ প্রান্তে বিএসএফের বেড়া নির্মাণ, পাটগ্রাম সীমান্তে উত্তেজনা

সেকশন