ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লা থেকে ৫২ কেজি ৮৭০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথর উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পাচারের উদ্দেশ্যে এনে রাখা ওই পাথর উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এই অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও ৫০-বিজিবির সদস্যরা।
এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা। উদ্ধারকৃত মূর্তিটি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।