হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁওয়ে মাটির দেয়ালচাপায় যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০১

ঠাকুরগাঁও সদর উপজেলায় মাটির ঘরের দেয়ালচাপায় বিপুল বর্মণ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজি মাটিগাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপুল বর্মণ ওই এলাকার কালীচরণ বর্মণের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে পাকা বাড়ি নির্মাণের সময় দাঁড়িয়ে দেয়াল ভাঙার কাজ দেখছিলেন বিপুল বর্মণ। একপর্যায়ে ধসে পড়া মাটির দেয়ালে অসাবধানতাবশত চাপা পড়েন তিনি। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান রইস উদ্দিন সাজু মাস্টার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

পাটগ্রামে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

আলুর কেজিতে উৎপাদন খরচ ২৫ টাকা, বিক্রি ১৮ টাকা

নিয়োগ-চাঁদাবাজি ছিল আফতাবের কবজায়

শূন্যরেখার শেষ প্রান্তে বিএসএফের বেড়া নির্মাণ, পাটগ্রাম সীমান্তে উত্তেজনা

সেকশন