নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ পুলিশের আয়োজনে এবং কুড়িগ্রাম জেলা পুলিশের সহায়তায় প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া দুস্থ ও অসহায় ১৫০ জন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার আইজিপির পক্ষে কুড়িগ্রাম জেলের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
বিতরণ করা ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি বাসমতি চাল, ১ দশমিক ৫ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি সুগার মিলের চিনি, ১ কেজি মসুর ডাল ও একটি গুঁড়া দুধের প্যাকেট ও ১ প্যাকেট সেমাই। উন্নতমানের পরিবেশবান্ধব পাটের ব্যাগে এসব ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।
বাংলাদেশ পুলিশের ঢাকার বার্ষিক ইফতার আয়োজন বাতিল করে বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিভিন্ন জেলার অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেন।