বাসস, সিলেট
সিলেট থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চালু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মদিনার উদ্দেশে ছেড়ে যায় বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি। বিমানের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ বাদশাহ ফাহাদ জানান, প্রথম ফ্লাইটে সিলেটের ১৭৫ জনসহ মোট ২৬৮ জন যাত্রী ছিলেন, যাঁদের অধিকাংশই ওমরাহ পালন করতে গেছেন।
ওমরাহযাত্রীদের সুবিধা বিবেচনায় প্রতি সপ্তাহে বুধবার সিলেট থেকে মদিনায় এবং বৃহস্পতিবার মদিনা থেকে সিলেটে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।