হোম > অর্থনীতি

বিমা খাতে অনিয়ম

পুনর্বিমায় মিথ্যা তথ্য দিয়ে প্রাইম ইনস্যুরেন্সের জালিয়াতি

মাহফুজুল ইসলাম, ঢাকা

২০২৪ সালের এপ্রিলে চট্টগ্রামের দুটি কোম্পানি এন মোহাম্মদ ট্রেডিং করপোরেশন এবং এস এস ট্রেডিং করপোরেশনের ১২৫ কোটি ৩৪ লাখ ৬০০ টাকার সম্পদের বিমা করে প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। বিমার মূল্য ১২৫ কোটি টাকা। কিন্তু ওই সম্পদের পুনর্বিমা করার ক্ষেত্রে তারা আশ্রয় নেয় অনিয়মের। সেই অনিয়ম ধরা পড়ায় ১৩ জানুয়ারি কোম্পানিটিকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএর নিয়ম অনুসারে, পুনর্বিমা করতে হয় একক কোম্পানির নামে। কিন্তু প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড সেই নিয়মের তোয়াক্কা না করে একাধিক প্রতিষ্ঠানের নামে একটি পুনর্বিমা করেছে। এ জন্য তারা ট্যারিফ র‍েটিং নির্ধারণ করেছে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে। এই অনিয়মের মধ্য দিয়ে বিমাকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সম্পদমূল্যের তুলনায় কম প্রিমিয়াম আদায় করেছে। মূলত বিমা খাতে চলা অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়েই এই গুরুতর অনিয়ম করেছে প্রাইম ইনস্যুরেন্স।

এ বিষয়ে জানতে চাইলে আইডিআরএর পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, নিয়ম ভঙ্গ করে প্রাইম ইনস্যুরেন্স একাধিক প্রতিষ্ঠানের নাম একত্র করে ১০০ কোটি টাকার অধিক পণ্যমূল্য ঘোষণা দিয়ে পুনর্বিমা করেছে এবং কম প্রিমিয়াম নিয়েছে। এটা সম্পূর্ণ অনৈতিক। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

নন-লাইফ বিমা নিয়ে ২০২৪ সালে একটি সার্কুলার জারি করে বিমা খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইডিআরএ। তাতে বলা হয়, মেরিন-কার্গো বিমা পলিসির বিপরীতে আমদানি করা পণ্যের বিমা ১০০ কোটি টাকা অতিক্রম করলে বিদেশি পুনর্বিমাকারীদের মাধ্যমে এর রেটিং মান নির্ধারণ এবং পলিসি কভারেজ করতে পারবে।

প্রাইম ইনস্যুরেন্স বিদেশি কোম্পানির মাধ্যমে রেটিংয়ের সুযোগ নিতেই দুই প্রতিষ্ঠানের বিমা এক করে দেখিয়েছে। কারণ, সম্পদমূল্য ১০০ কোটি টাকার বেশি দেখাতে পারলে পুনর্বিমার প্রিমিয়াম কম দেওয়া যায়।

এই অনিয়ম ধরা পড়ার পর আইডিআরএ কোম্পানিটিকে ডেকে শুনানি করেছে। শুনানিতে কোম্পানির পক্ষ থেকে অনিয়মের বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে এটি তারা অনিচ্ছাকৃত ভুল বলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে।

এ বিষয়ে প্রাইম ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইডিআরএ ভুল তথ্যের ওপর ভিত্তি করে আমাদের জরিমানা করেছে। আমরা চিঠি পেয়েই প্রতিবাদ পাঠিয়েছি। এখন আইডিআরএর কাছে আপিল করব জরিমানা বাতিলের জন্য।’ তিনি বলেন, ‘একটা সময় ছিল, একাধিক প্রতিষ্ঠানের বিমা মিলিয়ে ১০০ কোটি টাকার একত্রে বিমা দেখানো যেত। কিন্তু এখন সেই সুযোগ নেই। আমরা সে কাজ করিনি।’

কাজে সুযোগের আকাল

এলসি যথেষ্ট, নজর এখন আমদানিতে

ট্রাম্পের অভিষেক ঘিরে উত্তেজনায় রেকর্ড উচ্চতায় বিটকয়েন

ফার্নিচার শিল্পের বিকাশে প্রয়োজন অধিক বিনিয়োগ: বাণিজ্য উপদেষ্টা

শিল্পের কাঁচামাল আমদানির মূল্য পরিশোধে এক বছর সময় পাবেন ব্যবসায়ীরা

বন্ধ পাট কারখানায় সারের গুদাম বানাবে সরকার: কৃষিসচিব

ভ্যাট আদায়ে গয়নার দোকানে ইএফডি মেশিন বসাচ্ছে এনবিআর

দাবির মুখে অটোমোবাইলস খাতের বাড়তি ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত

তিন মাসে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি বাড়ল ৩০ হাজার কোটি টাকা

বিনিয়োগ আকর্ষণে এফডিআই হিটম্যাপ

সেকশন