হোম > অপরাধ

সাত বছরে ৫০০ অটো রিকশা চুরি করেন তিনি

নিজস্ব প্রতিবেদক

জীবিকার তাগিদে ১৫ বছর আগে পটুয়াখালীর কলাপাড়া থেকে ঢাকায় আসেন মো. কামাল হোসেন ওরফে কমল ((৩৬)। শুরু করেন রিকশা চালানো। একদিন তাঁর রিকশাটি চুরি হয়। সেই রিকশার মূল্য পরিশোধ করতে গিয়ে নিজেই শুরু করেন রিকশা চুরি। ৭ বছরে ধরে পাঁচ শতাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চুরি ও ছিনতাই করেছেন তিনি।

গতকাল বুধবার ভোরে রাজধানীর সবুজবাগ ও মুগদা থানার বিভিন্ন রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে ২৩টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। এ সময় চক্রের মূল হোতা কামালসহ ৪ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন মো. সাজু (৩৫), মো. ফজলু (৩০) ও মো. শাহিন সরদার (৬০)।

গতকাল বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, চক্রের মূল হোতা কমল। তিনি ১৫ বছর আগে কাজের সন্ধানে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করেন। একদিন তাঁর রিকশাটি চুরি হয়ে যায়। তারপর রিকশার মালিক তাঁর কাছ থেকে চুরি যাওয়া রিকশার মূল্য আদায় করেন। তিনি ধার করে ওই চুরি যাওয়া রিকশার মূল্য মালিককে পরিশোধ করেন। এই ধারের টাকা পরিশোধ করতে গিয়ে তিনি চুরি যাওয়া রিকশা খুঁজতে থাকেন। তাঁর চুরি যাওয়া রিকশা খুঁজতে গিয়ে অপরাধজগতের সদস্যদের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তিনি নিজেই রিকশা চুরিকে তাঁর পেশা হিসেবে বেছে নেন।

লেফটেন্যান্ট আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, প্রথমে কমল নিজেই একা রিকশা চুরি করতেন। পরে তিনি একটি চক্র গড়ে তোলেন।

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন