হোম > অপরাধ > ময়মনসিংহ

জামালপুরে প্রায় সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

জামালপুর প্রতিনিধি

জামালপুরে একটি গুদাম ও এক ব্যবসায়ীর বসতঘরের বিছানার নিচ থেকে ৪ হাজার ৩২০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের দয়াময়ী ও মুকুন্দবাড়ি এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের এসব তেল উদ্ধার করা হয়।

জানা যায়, জামালপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে প্রথমে শহরের দয়াময়ী এলাকায় রঞ্জন সিংহের গুদামে অভিযান চালান। সেখানে ১৯টি ড্রামে ৩ হাজার ৮৭৬ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। ওই সব তেল ঈদের আগের মূল্যে কেনা হয়েছিল। পরে ওই সব তেলের আগের মূল্যে বাজারে বিক্রি করা হয়। জব্দকৃত ওই সব তেল দিনের মধ্যে বিক্রি নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এরপর শহরের মুকুন্দবাড়ি এলাকায় কামাল ট্রেডার্সের মালিকের বাসায় অভিযান চালিয়ে তাঁর বসতঘরের বিছানার নিচ থেকে ৪৫৪ লিটার তেল উদ্ধার করা হয়েছে। ওই সব তেলের বোতলের আগের মূল্য উঠিয়ে ফেলা হয়েছিল। ফলে কামাল ট্রেডার্সের মালিক কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিততে সাধারণ মানুষের কাছে আগের মূল্যে তেলগুলো বিক্রি করা হয়েছে। 

জামালপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে শহরের বিভিন্ন পাইকারি দোকানে অভিযান পরিচালনা করা হবে। 

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন