হোম > অপরাধ > রাজশাহী

পাবনায় ৭৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ, সোয়া ৪ লাখ টাকা জরিমানা

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন গুদাম থেকে ৭৫ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় তিন ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে জানতে পারি, উপজেলার কাশিনাথপুর বাজারের কয়েকজন ব্যবসায়ীর নিয়ন্ত্রণাধীন গুদামে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত রয়েছে। এরই ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও আমিনপুর থানার পুলিশ যৌথভাবে অনুসন্ধান চালায়। পরে গতকাল বিকেলে উপজেলার হরিদেবপুরে সুনীল শাহ ওরফে ব্যাংক সুনীলের মাটির নিচের গোডাউনে বিপুল পরিমাণ ভোজ্যতেলের সন্ধান পাওয়া যায়।

পুলিশ সেখান থেকে ২০ হাজার লিটার সয়াবিন, পাম ও সুপার পাম ওয়েল উদ্ধার করে। পরে উদ্ধারকারী দল কাশিনাথপুর বাজারে লক্ষণ শাহের গুদামে অভিযান চালিয়ে সেখান থেকে ২৫ হাজার লিটার ও মীর স্টোরের মালিকানাধীন গুদাম থেকে ৩০ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করে। 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সবুর আলী আজকের পত্রিকাকে বলেন, অবৈধ মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যাংক সুনীলকে ১ লাখ ৫০ হাজার, শঙ্কর শাহকে ২ লাখ ও মীর স্টোরের আবুল খায়েরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামানসহ জেলা গোয়েন্দা সংস্থার সদস্য ও আমিনপুর থানা এবং সাঁথিয়া থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকে অভিযান পরিচালনা করে।

ইউএনও আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্তমতে উদ্ধারকৃত ভোজ্যতেল নির্ধারিত মূল্যে ১৮৫ টাকা কেজি দরে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তিন দিনের মধ্যে বিক্রির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন