হোম > অপরাধ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক হিজড়া নিহত

যশোর প্রতিনিধি

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লাবণী ওরফে লাভলী (৩০) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, দল ত্যাগ করায় গতকাল শনিবার তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লাবণীর সঙ্গী সেলিনা জানান, তাঁরা সকাল আটটার দিকে শহরের ধর্মতলা এলাকা থেকে ইজিবাইকে করে কায়েমখোলা এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে হালসা সেতুর কাছাকাছি পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা পিস্তল বের করে লাবণীকে গুলি করতে যায়। কিন্তু পিস্তল থেকে গুলি বের না হলে অস্ত্র দেখিয়ে ইজিবাইকে থাকা সবাইকে নেমে যেতে বলে। লাবণী পিস্তলধারীকে ভাই বলেও সম্বোধন করেন এবং দুই সঙ্গীকে ঘাবড়াতে নিষেধ করেন। একপর্যায়ে ওই অস্ত্রধারীরা লাবণীকে বাইক থেকে নামিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় লাবণীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে লাবণী মারা যান।

নিহতের আরেক সঙ্গী নাজমা বলেন, ‘লাবণী আগে ঝিকরগাছার পাহাড়ি নামের এক হিজড়া নেতার সঙ্গে কাজ করত। কিন্তু বিভিন্ন কারণে তাঁদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। এরপরে সে যশোর শহরে চলে আসে। এ নিয়ে তাঁদের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হলে পাহাড়ি প্রায় দুই বছর আগে লাবণীকে মেরে হাত ভেঙে দেন। পরে লাবণী বাদী হয়ে পাহাড়িকে আসামি করে থানায় একটি মামলা করে। সম্ভবত সে ঘটনার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।’

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মোটিভ উদ্ধার এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে ইতিমধ্যেই আমরা অভিযান শুরু করেছি।

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন