হোম > অপরাধ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে প্রশাসনের লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলা ও হেনস্তার শিকার হন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী, কয়েকজন পুলিশ সদস্য। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর কাষ্টঘর এলাকার তনিম কান্তি দত্তের বাসায় অভিযানকালে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত তনিম কান্তি দত্তকে আটক করে পুলিশ।

এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর সহকারী প্রকৌশলী বকুল চন্দ্র চক্রবর্তী সিলেট কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ারুল হক গতকাল সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় বকেয়া বিদ্যুৎ বিল না দেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করতে তনিম কান্তি দত্তের বাসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

এ সময় তনিম কান্তি দত্তকে বকেয়া বিল পরিশোধের জন্য অনুরোধ করেন ম্যাজিস্ট্রেট; কিন্তু তনিম কান্তি এ বিষয়ে কোনো কর্ণপাত করেননি। তাই বিধিমোতাবেক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে আসামি তনিম কান্তি দত্ত, তনয় কান্তি দত্তসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন বাধা প্রধান করেন এবং ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বিদ্যুতের কাজে ব্যবহৃত গাড়ির চাবি নিয়ে যান হামলাকারীরা।

এ সময় তাঁরা ডিউটিরত পুলিশের ওপর আক্রমণ করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় তনিম কান্তি দত্তকে আটক করে পুলিশ। তবে অন্যরা পালিয়ে যান। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘এ ঘটনায় দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।’

মোহাম্মদপুরে ফের ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট

শরীরে বিশেষ কৌশলে গাঁজা, গ্রেপ্তারের পর তিন কিশোর সংশোধনাগারে

ভাবিকে বিয়ে করতে বড় ভাইকে খুন, গ্রেপ্তার ৩

যাত্রী সেজে আটোরিকশা চালককে খুন, গ্রেপ্তার ২

পাবনায় পদ্মায় ভাসছিল কিশোর ও তরুণীর মরদেহ

শ্রীপুরে গৃহবধূকে গলাকেটে হত্যা, রক্তমাখা দা উদ্ধার

মেহেদির রং মোছার আগেই ছুরিকাঘাতে প্রাণ গেল প্রবাসফেরত যুবকের

বিশেষ অভিযান জোরদারের নির্দেশ আইজিপির

মিরপুর ডিওএইচএসে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রী খুন

ধানখেতে পড়ে ছিল তরুণের লাশ, পাশে রক্তমাখা টি-শার্ট

সেকশন