প্রতিনিধি
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের (২৮ বিজিবি) চিনাকান্দি ও ডলুরা বিওপির টহল দল পৃথক দুটি অভিযানে দেড় লাখ টাকার ভারতীয় পাথর, নৌকা, তেল ও টুথপেস্ট জব্দ করেছে। আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার ধোপজান চলতি নদী থেকে ১০ ঘনফুট ভারতীয় পাথরসহ দুটি বারকি নৌকা জব্দ করেছে ডলুরা বিওপি দল। জব্দ ভারতীয় পাথর ও নৌকার আনুমানিক মূল্য ১ লাখ টাকা। অপরদিকে, চিনাকান্দি বিওপির একটি টহল দল উপজেলার কাপনা থেকে ১৪৪ পিস ভারতীয় ভাটিকা তেল ও ১৪০ পিস টুথপেস্ট জব্দ করেছে। জব্দ এসব পণ্যের আনুমানিক মূল্য ৪৭ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) পরিচালক তসলিম এহসান (পিএসসি) জানান, জব্দ এসব পণ্য সুনামগঞ্জ থানায় জমা করা হয়েছে।