হোম > সারা দেশ > বরিশাল

বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি থেকে মালপত্র লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে কিসমত শ্রীনগরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল করিম হাওলাদার মাধবখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি থেকে দুটি সোনার চেইন, দুটি কানের দুল, দুটি আংটি ও ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

মুদি ব্যবসায়ী করিম জানান, তিনি রাত ১০টার দিকে দোকান থেকে বাড়িতে এসে ঘুমিয়ে যান। ১টার দিকে জানালা ভেঙে ৪-৫ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীর ও তাঁর হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ও শোকেসে থাকা সোনা ও টাকা লুটে নেয়।

একই ইউনিয়নে একই রাতে যুবলীগের এক নেতার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। বাজিতা গ্রামে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির খানের বাড়িতে এ চুরি হয়। মনির বলেন, ‘সকালে গরুগুলো গোয়ালঘর থেকে নামাতে গিয়ে দেখি, একটি গাভি ও দুটি বাছুরের একটিও নেই। যেগুলোর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।’

দুটি ঘটনার বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালে সড়কে ঝরল সেনাসদস্যের স্ত্রীসহ ২ জনের প্রাণ

মির্জাগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি স্কুল ভবনের নির্মাণকাজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

হলের নাম দেড় মাসেও বদল না করায় ক্ষোভ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বরিশাল নগরে মহাসড়ক দখল করে নির্মিত পার্ক উচ্ছেদের উদ্যোগ

আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী মারা গেছেন

বিএনপি-জামায়াতকে বিরোধ মিটিয়ে ফেলার পরামর্শ মামুনুল হকের

দখল-চাঁদাবাজি-হামলায় বিএনপির নেতা-কর্মীরা

পটুয়াখালীতে মন্দির নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

বিদ্যালয়ের নিচ তলা দখল করে ৩ ব্যবসায়ীর ধানের গুদাম

সেকশন