হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে স্বর্ণালংকারসহ শত বছরের পুরোনো কষ্টি পাথরের মূর্তি চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের শ্রী শ্রী রাধারমণ জিউর মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান আজকের পত্রিকাকে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা জানান, আজ বুধবার সকালে মন্দিরের মূল দরজা খুলে ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন পুরোহিত মহাদেব চক্রবর্তী। তিনি পরে মন্দিরের সেবায়েত গোপাল সাহাসহ অন্যান্যদের জানান।
পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, গতকাল মঙ্গলবার রাত ১টা পর্যন্ত মন্দিরের ভেতরে ছিলেন। পরে তিনি ঘুমিয়ে যান। সকালে মূল দরজা খুলে মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে দেখতে পান। মন্দিরের বামদিকের দরজার লক ভেঙে ৪ ভরি ওজনের রুপার নূপুর, স্বর্ণালংকারের মধ্যে ৩টি টিপ, ২টি মূর্তির চোখ-নাক-মুখ ও স্বর্ণের ১ জোড়া খড়ম (মূল্য ৪ লাখ) টাকা এবং শত বছরের পুরোনো কষ্টি পাথরেরও মূর্তি চুরি হয়েছে বলে জানান তিনি।
মন্দিরের সেবায়েত গোপাল সাহা বলেন, মন্দিরের নিরাপত্তার স্বার্থে ১০টি সিসি ক্যামেরা থাকলেও গত দেড়-দুই মাস ধরে সিসিটিভি নষ্ট থাকায় সেগুলো মেরামতে দেওয়া হয়েছে। তাদের তীর্থপাঠে এমন দুর্ধর্ষ চুরির ঘটনাই প্রথম। চুরির ঘটনায় মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বলেন, মন্দিরে চুরির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আজ বুধবার মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা পার্শবর্তী জঙ্গলে খোঁজাখুঁজির এক পর্যায়ে কষ্টি পাথরের মূর্তিটি পেয়েছেন বলে জানা গেছে।