অনলাইন ডেস্ক
ভারতে আলোচিত শ্রদ্ধা হত্যাকাণ্ডের আসামি আফতাব আমিন পুনাওয়ালাকে বহন করা পুলিশ ভ্যানে তলোয়ার হামলা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় দিল্লিতে ফরেনসিক পরীক্ষাগারের বাইরে ওই হামলা চালানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খোলা তলোয়ার নিয়ে বেশ কয়েকজন পুলিশের গাড়িতে হামলা চালাচ্ছে। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দিল্লি পুলিশ।
পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, শ্রদ্ধাকে নৃশংসভাবে হত্যা করায় আফতাবের ওপরই হামলা করতে চেয়েছিল ওই ব্যক্তিরা। ফরেনসিক পরীক্ষাগার থেকে আফতাবকে কারাগারে নিয়ে যাওয়ার পথে এই হামলা হয়। প্রথমে পুলিশ ভ্যানের সামনে একটি গাড়ি থামিয়ে পথ রোধ করা হয়। এরপর তলোয়ার বের করে হামলা চালায় পাঁচজন। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলাকারীদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের দাবি, শ্রদ্ধা হত্যার সুবিচার করতে এই হামলা। নিজেদের কট্টর ডানপন্থী হিন্দু সেনার সদস্য বলে জানায় তারা।
সম্প্রতি শ্রদ্ধা হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত ভারতের দিল্লি। আফতাব আমিন পুনাওয়ালা নামের ২৮ বছরের যুবক তাঁর বান্ধবী শ্রদ্ধা ওয়াকারকে (২৬) হত্যার পর ৩৫ টুকরো করে রেফ্রিজারেটরে রেখেছিলেন। এর পর ১৮ দিনে প্রতিদিন দুই টুকরো করে মাটিতে পুঁতে রাখেন দিল্লির মেহেরুলি বনের বিভিন্ন স্থানে।
নৃশংস এই হত্যাকাণ্ডের পর তীব্র প্রতিবাদের ঝড় ওঠে ভারতজুড়ে। শ্রদ্ধার হত্যাকারীর কঠোর শাস্তি দাবি করে বিক্ষুব্ধ জনতা।