খুলনা প্রতিনিধি
খুলনায় বালুভর্তি ডাম্পট্রাকের চাপায় তারেক রেজওয়ান (২৪) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার রূপসা ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রেজওয়ান নগরীর টুটপাড়া এলাকার আজাদ শেখের ছেলে। জানা গেছে, তারেক ছাত্রদলের কর্মী ছিলেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান বলেন, রেজওয়ান মোটরসাইকেলে রূপসা ব্রিজের নিচ থেকে পুঁটিমারীর দিকে যাচ্ছিলেন। আছিয়া সি ফুডসের সামনে এলে বালুভর্তি একটি ডাম্পট্রাকের সঙ্গে ধাক্কা খায় তাঁর মোটরসাইকেল। ধাক্কা খাওয়ার পর মোটরসাইকেল ডাম্পট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই তারেকের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটকানোর চেষ্টা করলেও ট্রাক নিয়ে চালক পালিয়ে যান।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।