হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর লাশ, শাশুড়ি আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত ওই নববধূর শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে বকশীগঞ্জ থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করাসহ শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়শা আক্তার উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের স্ত্রী। এ ছাড়া তিনি পাশের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে। গত ২৯ ডিসেম্বর জাহীনুর ইসলামের সঙ্গে পারিবারিকভাবে আয়শা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছিল না জাহীনুরের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।

আজ দুপুরে স্বামীর বসতঘরে আয়শা আক্তারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শাশুড়ি জাহানারা বেগম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য মৃত আয়শা আক্তারের শাশুড়ি জাহানারা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে ৩৬ থানা–পুলিশের কার্যক্রম সিসি ক্যামেরায় মনিটরিং

বাবরকে বরণে তোরণ-ফেস্টুনে সেজেছে হাওরাঞ্চল

তাবলিগ জামাতের সংকট নিরসনে শিক্ষার্থীদের ৩ প্রস্তাব

জামালপুরে আইনজীবীর জামিন নামঞ্জুর, আদালত প্রাঙ্গণে হট্টগোল

ময়মনসিংহে মাজার ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ভালুকায় শিশুর গলায় ‘দা’ ঠেকিয়ে দুর্ধর্ষ ডাকাতি

ময়মনসিংহের কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

নান্দাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুরে হাজং সম্প্রদায়ের দেউলী পৌষ উৎসব

সেকশন