হোম > অপরাধ > রংপুর

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের চেষ্টা, গ্রেফতার-১

প্রতিনিধি

আপডেট: ১৯ এপ্রিল ২০২১, ২১: ২৫

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুরে চকলেটের লোভ দেখিয়ে এক শিশু (৮) কে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রোববার সদর থানায় ওই শিশুর মা বাদী হয়ে তার গ্রামের মৃত সামছুল হকের ছেলে জহিরুল (৩৫) কে আসামী করে মামলাটি দায়ের করলে ওইদিন রাতেই গ্রেফতার করা হয় তাকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার জহিরুল চকলেটের লোভ দেখিয়ে ওই শিশুকে বাড়ির পার্শ্ববর্তী একটি ভুট্টা-ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ১০ টাকা হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু প্রতিবেশী এক শিশু ওই দিন ভুক্তভোগী শিশুটিকে অভিযুক্ত জহিরুলসহ ভুট্টা ক্ষেত থেকে বের হতে দেখেন। বিষয়টি সে তার মাকে জানালে শিশুটিকে জিজ্ঞাসাবাদে সে তাকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করে।

পরে এলাকার লোকজনসহ অভিযুক্ত জহিরুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। পরে স্বীকার না করলে সরকারি জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করা হয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে জেলে প্রেরণ করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন,আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না: সারজিস

ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

‘শেখ হাসিনার মূলনীতি’ রসিকের সেবায় ভোগান্তি

মতবিনিময় সভায় মুজিব বর্ষের লোগো, নেসকোর ৩ কর্মকর্তা বদলি

সেকশন