হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

গাইবান্ধা প্রতিনিধি

ইউপি সদস্য আব্দুর জব্বার। ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় দুই পক্ষের বিবাদ মেটাতে গিয়ে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কাঠের তৈরি বসার পিঁড়ির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত আব্দুর জব্বার (৬৫) বোয়ালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন। তিনি নশরতপুর গ্রামের মৃত খেজের উদ্দীনের ছেলে।

স্থানীয় ব্যক্তিরা জানান, ওই গ্রামের বাসিন্দা ময়নুল ইসলামের সঙ্গে সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ফুলবাড়ী হাজিপাড়া গ্রামের আছর আলীর মেয়ে রোজিনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জীবিকার তাগিদে ময়নুল মালদ্বীপে অবস্থান করছেন। দাম্পত্য জীবনে তাঁদের বনিবনা হচ্ছিল না। সাংসারিক বিষয় নিয়ে কলহের জেরে আজ শ্বশুরবাড়ি থেকে বিয়ের মালামালসহ বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নেন রোজিনা। বিষয়টি সমাধানের জন্য দুপুর ১২টার দিকে ওই বাড়িতে যান রোজিনার নিকটাত্মীয় স্থানীয় ইউপি সদস্য আব্দুর জব্বার।

এ সময় দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ময়নুলের মা জোবেদা বেগম ও বোন মঞ্জুরানী বসার পিঁড়ি (কাঠের তৈরি) দিয়ে আব্দুর জব্বারকে আঘাত করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাঁকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে বেলা ২টার দিকে তিনি মারা যান।

নিহতের স্বজনদের দাবি, আব্দুর জব্বারকে পিঁড়ি দিয়ে বুকে ও পিঠে আঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয়।

ইউপি সদস্য আব্দুর জব্বার নিহতের খবরে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু বলেন, ‘বসার পিঁড়ি দিয়ে আঘাত করায় মারা গেছে, বিষয়টি এখনো প্রমাণিত হয়নি। সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেব। ঘটনাস্থলে সদর থানা-পুলিশ এসে তদন্ত শুরু করেছে।’

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভূমি অধিগ্রহণে দুর্নীতির মহোৎসব

পঞ্চগড়ের মানুষ চাইলে সারজিস কিংবা কোনো তরুণ সংসদে প্রতিনিধিত্ব করবেন

মিজানুর রহমান আজহারী লালমনিরহাট যাচ্ছেন শনিবার

শুধু একটি ভোটের জন্য এই গণ-অভ্যুত্থান হয়নি: নুরুল হক নুর

দিনাজপুরের সাবেক এমপি রেজিনা ইসলাম মারা গেছেন

গোবিন্দগঞ্জে চাঁদার দাবিতে মৎস্য ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

এবার গুচ্ছ থেকে বেরিয়ে গেল দিনাজপুরের হাবিপ্রবি

বিএনপি নেতার পাহারায় সরকারি জমিতে অবৈধভাবে পাকাঘর নির্মাণের অভিযোগ

সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না: সারজিস

ঠাকুরগাঁওয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

সেকশন