হোম > অপরাধ > সিলেট

পাওনা টাকার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাওনা টাকা চাওয়ার জেরে রহমত আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ইকরাম শতমুখা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা বলেন, শতমুখা গ্রামের খেলু মিয়ার ছেলে আলমগীর মিয়ার কাছে রহমত আলীর ছেলে জুয়েল মিয়ার ৪ হাজার টাকা পাওনা ছিল। গত বৃহস্পতিবার পাওনা টাকা চাইতে গেলে জুয়েলকে মারপিট করেন আলমগীর। পরদিন শুক্রবার জুয়েল ও তাঁর লোকজন আলমগীরকে মারপিট করেন। বিষয়টি নিয়ে ওই দিনই সালিস বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।

পরে আজ সকালে জুয়েল মিয়ার বাবা রহমত আলীকে রাস্তায় একা পেয়ে মারপিট করেন আলমগীর মিয়া ও তাঁর লোকজন। একপর্যায়ে তাঁরা রহমত আলী পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনার পর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দেসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহণ করছেন। 

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে গাছ ফেলে মধ্যরাতে ৪ গাড়িতে ডাকাতি

ইউএনও, পিআইওর সইয়ে জব্দ পাথর লুট

অবাধে বালু উত্তোলন বাঁধ-সেতু হুমকিতে

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বেড়েছে

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না কলেজছাত্র রিফাতের

সিলেট বার নির্বাচনে ভরাডুবি: জেলা ও মহানগর বিএনপিকে শোকজ

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

জগন্নাথপুরে বিএনপি কার্যালয়ে আগুন-ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

সেকশন