হোম > শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পুসাবের কমিটি গঠন

অনলাইন ডেস্ক

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ বা পুসাবের (PUSAB) ৬৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে স্থায়ী কমিটির সদস্য ১৫, এক্সিকিউটিভ কমিটির ১৮ এবং কেন্দ্রীয় সদস্য ৩১ জন। গতকাল বুধবার নিজস্ব ফেসবুক পেজে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্থায়ী সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ জাকারিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তী ধাপে প্রকাশিত হবে। সেখানে সব বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কমিটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা, সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করবে।

পুসাব ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের মধ্যে সুসংহত একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে। নতুন কমিটি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২০১৫ সাল থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে পুসাব। ‘কমিটি ধর্ম, বর্ণ, দল, মত, পথ নির্বিশেষে সবার জন্য সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও অসৎ উপায় পরিহার করে সততা ও জবাবদিহির মাধ্যমে অরাজনৈতিক ও নিরপেক্ষভাবে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।’

বিজ্ঞপ্তিতে সংগঠনটির অগ্রযাত্রায় সবার সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।

দেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, শুরু সকাল ১০টায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

নিটোরের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২ মে

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.২)

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পার্লিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টেট ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা

বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি যেমন হবে

সেকশন