হোম > শিক্ষা

এবার ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এতে দিন তিনি সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ-এর অনুপস্থিতিতে চেয়ারম্যানের (ভারপ্রাপ্ত/অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব পালন করে আসছিলেন। 

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সচিব ড. মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, অতিরিক্ত দায়িত্ব থেকে ইস্তফা চেয়েছেন ড. মুহাম্মদ আলমগীর। সেই চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব বরাবর পাঠানো হয়েছে। 

ইউজিসি সূত্র বলছে, রোববার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করে ইউজিসি সচিব বরাবর একটি পত্র পাঠান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। সেখানে তিনি লেখেন—‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় গমন ও অবস্থান করার কারণে তাঁর কর্তৃক অর্পিত হয়ে, আমি গত বছরের ২০ আগস্ট থেকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছি। গত ১১ আগস্ট চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। যেহেতু আমাকে দায়িত্ব প্রদানকারী ব্যক্তি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন, এমতাবস্থায় সরকার বা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনোরূপ সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন থেকে বিরত রইলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘সিএসই ফেস্ট’ অনুষ্ঠিত

হতাশা কাটিয়ে এগিয়ে যাওয়ার উপায়

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রস্তুতি

আইইএলটিএস লিসেনিং (পর্ব-২.৩)

সম্পূর্ণ অর্থায়িত চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ

দেশের ১৯ কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ, শুরু সকাল ১০টায়

এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

সেকশন