শাহরিয়ার সিমন
২০২৪-২৫ শিক্ষাবর্ষে সুবিধাবঞ্চিত, বাদ পড়া বা কম অর্জনকারী নাগরিকদের পরিস্থিতির উন্নতির জন্য নিজ দেশে বা অন্য কোথাও কাজ করার পরিকল্পনাকারী শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন। বিশ্বব্যাংক অনুযায়ী নিম্ন বা নিম্নমধ্যম আয়ের দেশ থেকে আবেদনকারী যোগ্য শিক্ষার্থীদের ‘আইওই সেনটেনারি মাস্টার্স স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় বৃত্তিটি দেওয়া হবে। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা অর্জনে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
অন্তর্ভুক্ত প্রোগ্রাম: স্নাতকোত্তর।
অন্তর্ভুক্ত বিষয়
ইনস্টিটিউট অব এডুকেশন।
বৃত্তির সংখ্যা: নির্ধারিত নয়।
সুযোগ-সুবিধা
এই বৃত্তি শিক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ টিউশন ফি ও আন্তর্জাতিক বাসস্থান খরচ কভার করবে। মনে রাখতে হবে যে বৃত্তিটি মূলত লন্ডনে জীবিকা নির্বাহ, ভ্রমণ বা অন্য কোনো খরচ বহন করবে না। পাশাপাশি সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে এক শিক্ষাবর্ষের জন্যই কেবল আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়া হবে।
প্রয়োজনীয় শর্ত
আবেদনের শেষ সময়
৩ মে ২০২৪।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন-প্রক্রিয়া ও বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
সূত্র: ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ ওয়েবসাইট
অনুবাদ: শাহরিয়ার সিমন