হোম > বিনোদন > টেলিভিশন

নিলয়ের নাটকে মৌলির গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মৌলি মজুমদার ও নিলয় আলমগীর; ছবি: সংগৃহীত

মৌলি মজুমদারের গাওয়া বেশ কিছু গান জনপ্রিয় হয়েছে। নতুন বছরের শুরুতে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া গান ‘সাত জনম’। মৌলির সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এ কে অয়ন। গানের কথা লিখেছেন সিয়াম সরকার জান, সুর ও সংগীত আয়োজন করেছেন এইচ আর পবিত্র। ভিডিওতে মডেল হয়েছেন ইমতু ও শাকিলা পারভীন। নিজের মৌলিক গানের পাশাপাশি মৌলি কণ্ঠ দিয়েছেন বেশ কিছু নাটকের গানে। এর মাঝে অভিনেতা নিলয় আলমগীর অভিনীত দশটি নাটকে গান গেয়েছেন তিনি।

তানভীর তন্ময় পরিচালিত ‘উড়াল মন’ নাটকের সূচনা সংগীত ‘উড়াল মন’ গানটি দর্শক-শ্রোতার মাঝে বেশ সাড়া ফেলেছে। নিলয়ের সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। গানটিতে মৌলির সঙ্গে গেয়েছেন সাদমান। লিখেছেন ও সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল। উড়াল মন ছাড়া আরও আটটি গানে কণ্ঠ দিয়েছেন নিলয় আলমগীর অভিনীত নাটকে। সম্প্রতি রাজধানীর উত্তরায় আপেল মাহমুদ এমিলের স্টুডিওতে মৌলি গাইলেন নিলয় অভিনীত আরও একটি নাটকের গান। জুবায়ের ইবনে বকর পরিচালিত নাটকটির নাম ‘গুণ্ডা’, মৌলির গাওয়া গানটির শিরোনাম ‘তোমারই হবো’। গানটি লেখার পাশাপাশি মৌলির সঙ্গে কণ্ঠ দিয়েছেন মেঘদূত আলী। সুর সংগীত করেছেন আপেল মাহমুদ এমিল।

নিলয় আলমগীর অভিনীত নাটকে গান গাওয়া প্রসঙ্গে মৌলি মজমুদার বলেন, ‘নিলয় ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। তাঁর অভিনীত বহু নাটক আমি দেখেছি, তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছি। তাঁর অভিনীত নাটকে ‘উড়াল মন’ গানটি গেয়ে বেশ সাড়া পেয়েছি। তাই তাঁর অভিনীত নাটকে গান গাওয়ার সুযোগ পেলে পিছপা হইনি। দেখতে দেখতে তাঁর অভিনীত দশ নাটকে গান গাওয়া হয়ে গেল। এটা শিল্পীজীবনে আমার একধরনের প্রাপ্তি। আমি এর জন্য কৃতজ্ঞ এমিল ভাইয়ের কাছে। তাঁর সুবাদেই অনেক নাটকে গান করার সুযোগ হয়েছে আমার।’

মহাকুম্ভে ভাইরাল মোনালিসার সৌন্দর্য নিয়ে কঙ্গনার মন্তব্য

‘প্লিজ এবার একটু ছেড়ে দেন’, পরীমণির ফেসবুক পোস্ট

শিল্পী বাছাইয়েও ভিউ হয়ে উঠছে মানদণ্ড

শিল্পকলায় অরওয়েলের ‘অ্যানিমেল ফার্ম’

এ আর রাহমানকেও ছাড়িয়ে গেলেন অনিরুদ্ধ

এবার রেস্টুরেন্ট উদ্বোধনে বাধার মুখে অপু বিশ্বাস

প্রেম করছেন রাশমিকা, সঙ্গী কে?

‘বিউটি উইদাউট ব্রেইন’ মন্তব্যে চটলেন উর্বশী, নাম জড়ালেন মোদি-সালমান-শাহরুখের সঙ্গে

আমার সবচেয়ে বড় সমালোচক আমি নিজে

শুটিংয়ে শিল্পীর নিরাপত্তা নিয়ে এজাজের তিন অভিজ্ঞতা

সেকশন