বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি বায়োপিক ‘বঙ্গবন্ধু’ মুক্তি পাবে আগামী বছর মার্চ মাসে। ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুরের বরাত দিয়ে এমনটাই নিশ্চিত করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। দিল্লিতে বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এমন তথ্য দিয়েছেন অনুরাগ ঠাকুর। তাঁর বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে থাকলে ছবিটি মার্চেই আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি স্পটে দৃশ্য ধারণ করা হয়েছে। পরিচালক শ্যাম বেনেগাল জানান, ছবির ৮০ শতাংশ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে; বাকি অংশের দৃশ্যধারণ বাংলাদেশ ও কলকাতায় হবে। সেপ্টেম্বরে বাংলাদেশে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পেছানো হয়েছে; অক্টোবরের মাঝামাঝি কিংবা শেষভাগে শুটিং হওয়ার কথা রয়েছে বাংলাদেশে। তেজগাঁও পুরোনো বিমানবন্দরসহ ঢাকার বেশ কিছু এলাকায় দৃশ্য ধারণ করা হবে।