হোম > পরিবেশ

আগামী ২ দিন কমবে শীতের প্রকোপ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পৌষের শেষ সপ্তাহ চলছে। দেশের বিভিন্ন প্রান্তে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যে দুই দিনের জন্য তাপমাত্রা বাড়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে আগামীকাল শনিবার ও রোববার শীতের প্রকোপ কিছুটা কমবে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শুক্রবার সারা দেশে তাপমাত্রা সামান্য বেড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘১৪-১৫ জানুয়ারি সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়বে। এতে শীত কম অনুভূত হবে। যেসব জেলায় শৈত্যপ্রবাহ চলছে, তা প্রশমিত হতে পারে। ১৬ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে।’

আজ দেশের ২৭ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে। দিনের তাপমাত্রাও বাড়বে সামান্য।

উত্তরাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি

তাপমাত্রা কমতে পারে আজ, শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া দপ্তর

ঢাকার বাতাসে খানিকটা উন্নতি, দূষণের শীর্ষে করাচি

পরিবেশ ধ্বংসের মূলেবাজার অর্থনীতি

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, ভয়াবহ দূষণ করাচিতে

কুতুবদিয়া দ্বীপে নতুনভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে: পরিবেশ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তন: ২০৭০-৯০ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি কমবে ৫০ শতাংশ

ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, শীর্ষে তাসখন্দ

কামরাঙ্গীরচরে তিন পলিথিন কারখানা সিলগালা, জব্দ ১০০ টন

হাতিরঝিল ও পান্থকুঞ্জ পার্ক রক্ষায় নাগরিক সংলাপ

সেকশন