অনলাইন ডেস্ক
ব্যাটম্যান কমিকের চরিত্র জোকারের পোশাক পরে জাপানে যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে এক হামলাকারী। এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় আজ রোববার জাপানের শিনজুকু শহরের রেল স্টেশনে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ২৪ বছর বয়সী হামলাকারী জোকারের পোশাক পরে ট্রেনটিতে হামলার চালায়। হামলার পর ট্রেনের আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ট্রেনের বেশির ভাগ যাত্রীই হ্যালোইন উদ্যাপন করতে যাচ্ছিল।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের একটি ভিডিও টুইটারে পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছিল হামলা থেকে বাঁচতে লোকজন ছোটাছুটি করছে।
জাপানের যোমিউরি সংবাদপত্রকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি ভেবেছিলাম হয়তো এটি হ্যালোইন উদ্যাপনের অংশ। পরে আমি দেখি লোকটি একটি বড় ছুরি হাতে এগিয়ে আসছে।