হোম > বিশ্ব > চীন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে চীনের অভিনন্দন

অনলাইন ডেস্ক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছে চীন। দেশটির সঙ্গে ঐতিহ্যগত বন্ধুত্ব ও সর্বাত্মক সহযোগিতা আরও গভীর করতে একটি ঘনিষ্ঠ চীন-পাকিস্তান ইকোনমিক করিডর গড়ে তুলতে এবং দেশটিতে অবকাঠামোগত উন্নয়নকাজ এগিয়ে নিতে চীন উন্মুখ বলেও জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে এই অভিনন্দন জ্ঞাপন করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘আমরা শাহবাজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। চীন ও পাকিস্তান যেকোনো পরিস্থিতির কৌশলগত ও ব্যাপক সহযোগিতার অংশীদার ছিল এবং থাকবে। উভয় দেশের সম্পর্ক “পাথরদৃঢ় ও অটুট”।’ 

ঝাও লিঝিয়ান আরও বলেন, ‘চীন পাকিস্তানের সঙ্গে ঐতিহ্যগত বন্ধুত্ব বজায় রেখে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে গভীরতর করে এবং নতুন যুগে আরও ঘনিষ্ঠ চীনা-পাকিস্তান সম্পর্ক গড়ে তোলা এবং একটি উচ্চ মানের অর্থনৈতিক করিডর গড়ে তোলার লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে উন্মুখ।’ 

এদিকে পাকিস্তানে নিযুক্ত চীনা চার্জ ডি অ্যাফেয়ার্স পাং চুনসু প্রধানমন্ত্রীর বাসভবনে শাহবাজ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তিনি শাহবাজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় চীনা সরকার ও নেতৃত্বের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করেন এবং শুভকামনা জানান। 

এর আগে গত সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা শাহবাজ শরীফ দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি ৩৪২টি আসনের মধ্যে ১৭৪টি আসনের সমর্থন পেয়ে নির্বাচিত হন। এর মাধ্যমে তিনি অনাস্থা ভোটে হেরে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন