অনলাইন ডেস্ক
ইন্টারনেটের গতি কম হওয়ায় ক্ষুব্ধ হয়ে কেব্লে আগুন দিয়েছেন এক চীনা ব্যক্তি। এই অভিযোগে তাঁকে সাত বছরের জেল দিয়েছেন চীনের একটি আদালত। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির বংশীয় নাম ল্যান। তিনি চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়ানজির বাসিন্দা। গত জুনে ইন্টারনেটে গতি কম হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি কেব্লে আগুন ধরিয়ে দেন।
গত সোমবার একটি স্থানীয় আদালত বিবৃতিতে জানান, অভিযুক্ত ব্যক্তি অপটিক্যাল ফাইবার কেব্লের একটি বক্স ধ্বংস করেন। একটি লাইটারের মাধ্যমে প্রথমে একটি রুমালে আগুন দেন, পরে সেই আগুন কেব্ল বক্সে লাগানো হয়। বক্সটি একটি সড়কের মোড়ে লাগানো ছিল।
এই আগুনের কারণে ২৮ থেকে ৫০ ঘণ্টা পর্যন্ত চার হাজার বাড়ি, অফিস ও হাসপাতালে ইন্টারনেট ছিল না।
চীনের সেনসি শহরের আদালতের পক্ষ থেকে আরও জানানো হয়, আগুন লাগানোর ঘটনার পরই লিনকে লাইটারসহ গ্রেপ্তার করা হয়।