অনলাইন ডেস্ক
গেল বছর চীনে কয়লার ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। কোভিড-১৯ মহামারির ধকল কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া পদক্ষেপের কারণে দেশটিতে মোটাদাগে জ্বালানির ব্যবহার বেড়েছে। সোমবার চীনের পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) প্রকাশিত প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে।
এনবিএসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে বড় কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহারকারী ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীন ২০২১ সালে ৫২৪ কোটি টন কয়লা পোড়ানোর সমপরিমাণ জ্বালানি ব্যবহার করেছে। আগের বছরের তুলনায় এটি ৫ দশমিক ২ শতাংশ বেশি। বছর হিসাবে কয়লা ব্যবহার বৃদ্ধির এ হার ২০১১ সালের পর সর্বোচ্চ। আর সরাসরি কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ।
চীনের সরকার জ্বালানিনির্ভরতা বেশি—এমন শিল্প কারখানা পত্তনে সীমাবদ্ধতা আরোপের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে দেশটিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়েছে, যা দেশটির কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতির সম্পূর্ণ বিরোধী অবস্থান।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনা এবং ২০৬০ সালের মধ্যে কার্বন-নিরপেক্ষ অবস্থানে পৌঁছানোর প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এ লক্ষ্য অর্জনে কার্বন নিঃসরণ বা জ্বালানি ব্যবহারের সর্বোচ্চ মাত্রা—কোনোটিই নির্ধারণ করে দেননি।