হোম > বিশ্ব > চীন

আন্তর্জাতিক লেনদেনে ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারে গুরুত্ব দিচ্ছে চীন

চীনের আন্তর্জাতিক লেনদেনে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে ইউয়ান। ডলারের পরিবর্তে ইউয়ান ব্যবহারে গুরুত্ব দিচ্ছে চীনা ব্যাংকগুলো। রাশিয়ার সঙ্গে দেশটির ক্রমবর্ধমান বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক মজবুত হওয়ার কারণে আন্তসীমান্ত লেনদেনে ইউয়ানের উত্থানের খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, নিজেদের মুদ্রাকে আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য বেইজিংয়ের প্রচেষ্টাকে ফলপ্রসূ হতে দেখা যাচ্ছে। ফরেন এক্সচেঞ্জের স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ইউয়ানের মাধ্যমে আন্তসীমান্ত লেনদেন গত মার্চ মাসে রেকর্ড ৫৪৯ দশমিক ৯ বিলিয়ন ডলারের সমান হয়েছে, যা এক মাস আগে ছিল ৪৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলার।

তবে পশ্চিমা নিয়ন্ত্রিত গ্লোবাল পেমেন্ট ম্যাসেজিং সিস্টেম সুইফটের মতে, বিশ্বব্যাপী লেনদেনে ইউয়ানের অংশ মাত্র ২ দশমিক ৫ শতাংশ, যেখানে ডলারে লেনদেন ৩৯ দশমিক ৪ শতাংশ এবং ইউরোর মাধ্যমে ৩৫ দশমিক ৮ শতাংশ।

চীন দীর্ঘদিন ধরেই তাদের মুদ্রার ব্যবহার আন্তর্জাতিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে আন্তসীমান্ত লেনদেনের জন্য ইউয়ানের ব্যবহারে জোর দিয়ে আসছে। বৈশ্বিক বাণিজ্যে ইউয়ানের ব্যবহার তুলনামূলক অনেক কম হলেও এর পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তা বলতেই হয়।

এদিকে চীন থেকে আমদানি ব্যয় পরিশোধে ডলার ব্যবহার করবে না বলে সম্প্রতি জানিয়েছে আর্জেন্টিনা। কমতে থাকা রিজার্ভ বাঁচাতে যুক্তরাষ্ট্রের মুদ্রা বাদ দিয়ে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশটি। এর আগে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ ব্রাজিলও চীনের সঙ্গে বাণিজ্যে ডলার ছেড়ে দিয়েছে।

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির