হোম > বিশ্ব > চীন

রাশিয়ার সঙ্গে চীনের বিশ্বস্ত সম্পর্ক দায় নয়, সম্পদ: চীন

অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে চীনের বিশ্বস্ত সম্পর্ক দায় নয় বরং সম্পদ এবং ইউক্রেন সংকটসহ বিশ্বের যেকোনো সংকটে চীন সমাধানের অংশ, সমস্যার নয়। রোববার যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শিন গ্যাং যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজের ‘ফেইস দা নেশন’ শীর্ষক এক টেলিভিশন সাক্ষাৎকারের সময় এ কথা বলেছেন। সোমবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিজিটিএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

ইউক্রেন যুদ্ধ সম্পর্কে চীনের অবস্থান পরিষ্কার করে শিন গ্যাং বলেন, ‘আমরা সব সময়ই যুদ্ধের বিরুদ্ধে, সংকট কাটিয়ে উঠতে আমরা সবকিছু করব। চীন যা করছে তা হলো—খাবার, ওষুধ, ঘুমানোর ব্যাগ, শিশুদের জন্য প্রয়োজনীয় উপকরণ, কোনো পক্ষের কাছে অস্ত্র কিংবা গোলাবারুদ নয়।’ এ সময় গ্যাং, রাশিয়াকে চীনের সামরিক সহায়তা দিচ্ছে এমন দাবিকে মিথ্যা তথ্য বলে আখ্যা দেন। 

রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্কের বিষয়ে শিন বলেন, ‘শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সংকট সমাধানের প্রেক্ষাপটে রাশিয়ার সঙ্গে চীনের বিশ্বস্ত সম্পর্ক কোনো দায় নয়, বরং সম্পদ।’ এ সময় গ্যাং সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে চীনের অনন্য ভূমিকা রয়েছে উল্লেখ করে বলেন, ‘রাশিয়ার সঙ্গে যেমন চীনের সুসম্পর্ক রয়েছে তেমনি ইউক্রেনের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে। চীন যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখে। এগুলো চীনকে যে কোনো সংকটে সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে পৌঁছাতে সক্ষম করে তোলে।’ 

চীন শান্তি আলোচনার জন্য চেষ্টা ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাবে উল্লেখ করে শিন গ্যাং আরও বলেন, ‘আমাদের প্রজ্ঞা দরকার, সাহস দরকার এবং ভালো কূটনীতি দরকার।’ 

বেইজিং মস্কোকে আর্থিক সহায়তা দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে শিন গ্যাং বলেন, ‘রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্যিক, অর্থনৈতিক, আর্থিক এবং জ্বালানি খাতের সহযোগিতা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে গঠিত এবং এগুলো দুটি সার্বভৌম দেশের মধ্যে স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক।’ 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন