অনলাইন ডেস্ক
২৫ বছর মেয়াদি সহযোগিতামূলক চুক্তি শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চীন ও ইরান। চীনের জিয়াংসু প্রদেশের উউশি শহরে একটি বৈঠক শেষে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান এ ঘোষণা দেন। গত মার্চে সই হওয়া এ চুক্তি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা গালফ অঞ্চলের দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সক্ষমতা বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ চুক্তি দুই দেশের জ্বালানি, অবকাঠামো, কৃষি, স্বাস্থ্য, সংস্কৃতি এবং সাইবার সংশ্লিষ্ট সহযোগিতা আরও গভীর করবে। বাড়বে চীনের স্বপ্নের প্রকল্প বেল্ট অ্যান্ড রোডের (বিআরআই) কার্যক্রম।
তা ছাড়া ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নতুন করে শুরু করতে সার্বিক সহযোগিতা দেবে চীন। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, জার্মানি এবং ফ্রান্সের সঙ্গে ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) সই করে তেহরান।
২০১৮ সালে চুক্তি থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন চুক্তিটি নতুন করে শুরুর চেষ্টা করছে। এ উদ্দেশ্যে অস্ট্রিয়ায় রাজধানী ভিয়েনায় গত বছর থেকে এ পর্যন্ত সাত দফা বৈঠক শেষ হয়েছে। চলমান অষ্টম দফায় সমঝোতা হতে পারে বলে আশা করা হচ্ছে।