অনলাইন ডেস্ক
ইউক্রেনে হামলা শুরুর ব্যাপারে রাশিয়াকে চীন বলেছিল, তারা যেন বেইজিং অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে। গতকাল বুধবার এক গোয়েন্দা প্রতিবেদনের সূত্র উল্লেখ করে এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শুরুতে চীনা কর্মকর্তারা রুশ কর্মকর্তাদের অনুরোধ করে বলেছিলেন যে তাঁরা যেন এখনই ইউক্রেনে আগ্রাসন শুরু না করে। অন্তত বেইজিং অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত রাশিয়াকে অপেক্ষা করার অনুরোধ করেছিলেন চীনা কর্মকর্তারা।
এদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, চীনের আমন্ত্রণে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গিয়েছিলেন। তবে সেখানে পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি চিন পিং এ বিষয়ে কোনো কথা বলেছিলেন কি না, তা ওই প্রতিবেদনে স্পষ্ট নয়।
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা সেই সময় ইউক্রেনের সীমান্তে পুতিনের সেনা মোতায়েনকে সতর্কতার সঙ্গে দেখছিলেন এবং অনুমান করেছিলেন যে পুতিন চীনকে রাগীয়ে না দিয়ে অন্তত অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ নেবেন না। অলিম্পিক গেমসের ফাঁকে পুতিন ও শির মধ্যে বৈঠক হয়েছিল। এরপর মস্কো ও বেইজিং একটি যৌথ বিবৃতির মাধ্যমে ঘোষণা করে যে তাদের অংশীদারত্বের ‘কোনো সীমা নেই’ এবং তারা ন্যাটো সম্প্রসারণের নিন্দা জানায়। এই বিবৃতি চীন ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান জোট সম্পর্কে পশ্চিমা উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে।
ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এ ব্যাপারে সিএনএনকে বলেছেন, প্রতিবেদনে উল্লিখিত দাবির কোনো ভিত্তি নেই। চীনকে দোষারোপ করার উদ্দেশ্যে স্রেফ অনুমানের ওপর এসব কথা বলা হয়েছে।