হোম > বিশ্ব > চীন

লকডাউনে বাঁধাকপি, আপেল পেতে চীনে যা করতে হচ্ছে 

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণরোধে চীনের জিয়ান শহরে লকডাউন জারি করা হয়েছে। এর ফলে সেখানে দেখা দিয়েছে খাদ্য সংকট। জিয়ান শহরের মানুষজন এই সংকট মেটানোর চেষ্টা করছেন আদিম যুগে চলা বিনিময় প্রথার মাধ্যমে।করোনাভাইরাসের   

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি পোস্টে এমনটি দেখা গেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জিয়ান শহরের বাসিন্দারা ২৩ ডিসেম্বর থেকে ঘরবন্দি অবস্থায় রয়েছে। লকডাউন থাকায় তারা খাবার কিনতে পারছে না।  

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। শহর কর্তৃপক্ষ প্রত্যেক পরিবারে বিনামূল্যে খাদ্য সরবরাহ করলেও কেউ কেউ অভিযোগ করেছেন, খাবারের সরবরাহ অনেক কম । অনেকেই জানিয়েছেন,  তারা এখন পর্যন্ত কোনও সহায়তাই পাননি।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে শেয়ার করা ভিডিও ও ছবিতে দেখা যায়, লোকজন বাঁধাকপির বিনিময়ে সিগারেট, আপেলের বিনিময়ে থালা-বাসন ধোয়ার লিকুইড ও সবজির বিনিময়ে স্যানিটারি প্যাড বিনিময় করছেন।

আরেকটিতে ভিডিওতে দেখা যায়, একজন বাসিন্দা তার গেম খেলার একটি গ্যাজেটের বিনিময়ে ইন্সট্যান্ট নুডলসের একটি প্যাকেট এবং দু’টি স্টিমড বান নিচ্ছেন।

ওয়াং নামের একজন বাসিন্দা মার্কিন গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়াকে বলেছেন, লোকজন একই ভবনে অন্যদের সাথে জিনিসপত্র অদলবদল করছেন। কারণ তাঁদের খাওয়ার মতো আর পর্যাপ্ত খাবার নেই। চালের জন্য অন্য একজন ব্যক্তি তাঁর একটি স্মার্টফোন এবং ট্যাবলেট বিনিময় করেছেন বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম।

একজন উইবো ব্যবহারকারী জানিয়েছেন, অসহায় নাগরিকরা বিনিময় প্রথার যুগে পৌঁছেছে। তুলার সোয়াবের জন্য অনেকে আলু বিনিময় করছেন। অন্য একজন জিয়ানের এমন ঘটনাকে ‘প্রাচীন সমাজে প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা করেছেন।

তবে পরিস্থিতি এমন হলেও জিয়ান শহরের অনেকে বাসিন্দাই এখনো আশাবাদী। অনেকেই নিজেদের খাবার প্রতিবেশী সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন। আর এমন ঘটনা ছুঁয়ে গেছে অনেকের হৃদয়।

জিয়ানে খাদ্য সংকটের পাশাপাশি চিকিৎসা সংকট নিয়েও অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনভেরিফায়েড একটি পোস্টে একজন বাসিন্দা জানান, লকডাউনের মধ্যে তাঁর বাবা হার্ট অ্যাটাক করলে লকডাউনের কারণে হাসপাতালে নেওয়া যায়নি।  

চীনে করোনার যে প্রাদুর্ভাব চলছে তার উপকেন্দ্র জিয়ান। কর্তৃপক্ষ প্রাদুর্ভাব মোকাবিলার জন্য অত্যন্ত কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের লকডাউন ব্যবস্থাপনা নিয়ে অনলাইনে অনেকেই ব্যাপক সমালোচনা করছেন। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন