হোম > বিশ্ব > চীন

জন্মের হার বাড়াতে মাতৃত্বকালীন ছুটি বাড়াল চীন 

অনলাইন ডেস্ক

জন্মের হার বাড়াতে চীনে বাড়ানো হলো মাতৃত্বকালীন ছুটি। দেশটির বিভিন্ন অঞ্চলে এই ছুটি কমপক্ষে এক মাস বাড়ানো হয়েছে। জন্মহার কমার পর দেশটির সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

শিশু জন্মহার বাড়াতে চীনে এরই মধ্যে তিন সন্তান নীতি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করা হয়েছে। এই আইনের কারণে দেশটির দম্পতিরা চাইলে তিনটি সন্তান নিতে পারেন।

আজ শুক্রবার বেইজিং সরকারের পক্ষ থেকে বলা হয়, মায়ের ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি পাবে। যা আগের চেয়ে ৩০ দিন বেশি। 

গতকাল সাংহাই কর্তৃপক্ষও এমনটি জানিয়েছে। 

চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় ও তৃতীয় সন্তান নেওয়ার সময় মায়েরা ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। সেখানকার বর্তমান নিয়মানুযায়ী, মায়েরা ৯৮ দিন মাতৃত্বকালীন ছুটি পান। 

এদিকে মাতৃত্বকালীন ছুটি বাড়ায় শঙ্কা প্রকাশ করেছেন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, এর কারণে চীনের নারীদের বেকারত্ব বাড়বে। 

অনেকেই প্রশ্ন তুলেছেন মায়েরা এত দিন ছুটি পেলে বাবা কেন ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি পাবেন। 

বেইজিংয়ে একজন পুরুষ ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। সাংহাইতে এই ছুটি ১০ দিন দেওয়া হয়ে থাকে। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন