হোম > বিশ্ব > চীন

অবশেষে ভারতীয় শিক্ষার্থীদের প্রবেশাধিকার দিচ্ছে চীন

অনলাইন ডেস্ক

অবশেষে বেশ ‘কিছু’ সংখ্যক ভারতীয় শিক্ষার্থীকে প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে চীন। কোভিড-১৯ মহামারির কারণে বেইজিং আরোপিত বিধিনিষেধের কারণে প্রায় দুই বছর পর তাদের চীনে প্রবেশের অনুমতি দিচ্ছে দেশটি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই পরিকল্পনার বিষয়ে জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘পড়াশোনার জন্য ভারতীয় শিক্ষার্থীদের চীনে ফেরার বিষয়ে উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেয় চীন। আমরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের চীনে ফিরে আসার প্রক্রিয়া ও পদ্ধতির অভিজ্ঞতা ভারতের সঙ্গে শেয়ার করেছি।’ 

ঝাও লিজিয়ান আরও বলেন, ‘প্রকৃতপক্ষে, ভারতীয় শিক্ষার্থীদের প্রত্যাবর্তনের কাজ এরই মধ্যেই শুরু করা হয়েছে। এখন ভারতীয় পক্ষের জন্য যা করা বাকি রয়েছে তা হলো—যেসব শিক্ষার্থী চীনে ফিরতে চায় তাদের তালিকা প্রদান করা।’ 

ভারত সরকারের তথ্য অনুসারে, ২৩ হাজারেরও বেশি ভারতীয় শিক্ষার্থী চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। এদের বেশির ভাগই বিভিন্ন চীনা মেডিকেল কলেজে অধ্যয়নরত। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চীন সরকরারে কারণে। চীনা কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে চীন ছাড়েন তারপর তাঁরা আর চীনে ফিরতে পারেননি। 

এর পর থেকেই ভারতীয় শিক্ষার্থীরা পুনরায় চীনে ফিরে যাওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানালেও তাতে কাজ হয়নি। পরে পাল্টা ব্যবস্থা স্বরূপ, ভারত সরকারও দেশটিতে চীনা পর্যটকদের প্রবেশাধিকার বাতিল করে। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন