অনলাইন ডেস্ক
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটের দিকে একটি উচ্চ ভবনে এই আগুনের সূত্রপাত হয়েছিল। এতে ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছেন ৯ জন। তাদের অবস্থা গুরুতর নয়। কীভাবে এই আগুন লেগেছিল, তার কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
চীনে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। এসব অগ্নিকাণ্ডের পেছনে দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও ভবন নির্মাণে কর্তৃপক্ষের দুর্নীতিকে দায়ী করেছেন অনেকে।
চলতি সপ্তাহের গত সোমবার চীনের হেনান শহরের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৮ জন নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডের বিষয়েও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
এর আগে ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেংয়ের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এতে ৭৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৬৫ জনের।