হোম > বিশ্ব > চীন

তৃতীয় বিমানবাহী রণতরি উদ্বোধন করল চীন 

অনলাইন ডেস্ক

তৃতীয় বিমানবাহী রণতরি উদ্বোধন করেছে চীনের সশস্ত্র বাহিনী। এটি সম্পূর্ণভাবে চীনা প্রযুক্তি এবং চীনা উপকরণ ব্যবহার করে তৈরি প্রথম কোনো রণতরি। তাইওয়ান ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই চীনের তরফ থেকে এই রণতরি চালুর ঘোষণা দেওয়া হলো। স্থানীয় সময় শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

সাংহাই শিপইয়ার্ডের তৈরি এই রণতরিটি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। এই রণতরিটির নাম রাখা হয়েছে ‘ফুজিয়ান’। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘এটি সম্পূর্ণভাবে চীনে নকশা করা এবং তৈরি প্রথম ক্যাটাপুল্ট রণতরি।’ 

সিসিটিভি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরও জানিয়েছে, কর্মক্ষম হয়ে উঠতে ‘ফুজিয়ান’ রণতরির আরও বছরখানেক সময় লেগে যাবে। তবে, ঠিক কবে নাগাদ রণতরিটি কার্যক্রম শুরু করবে তার বিস্তারিত কোনো তথ্য জানায়নি চীন। তবে সিসিটিভি জানিয়েছে, ‘নির্ধারিত পরিকল্পনা মোতাবেকই রণতরিটির যাত্রা শুরু করবে।’ 

বর্তমানে চীনের নৌবাহিনীতে দুটি বিমানবাহী রণতরি রয়েছে। এর প্রথমটি হলো লিয়াওনিঙ যা ২০১২ সালে চালু করা হয়। অপর রণতরি শ্যানডং চালু করা হয় ২০১৯ সালে। 

বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি বিমানবাহী রণতরি রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটির বর্তমানে ১১টি সক্রিয় বিমানবাহী রণতরি রয়েছে। এরপরই চীন এবং ব্রিটেনের অবস্থান। জেনস ডিফেন্স ম্যাগাজিনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান নিশ্চিত করেছে, উভয় দেশের কাছেই দুটি করে বিমানবাহী রণতরি রয়েছে। তবে ‘ফুজিয়ান’ চালুর পর চীন ব্রিটেনের চেয়ে এক ধাপ এগিয়ে যাবে। 
 
চীনের বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং ২০১২ সালে ক্ষমতায় আসার পর ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে ২০২৭ সাল নাগাদ তিনি দেশটির সশস্ত্র বাহিনীকে ‘সম্পূর্ণ আধুনিক’ একটি বাহিনী হিসেবে গড়ে তুলতে চান। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন