হোম > বিশ্ব > চীন

পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন 

অনলাইন ডেস্ক

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। স্থানীয় সময় আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় এই ঘোষণা দেয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পেলোসি তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতরভাবে হস্তক্ষেপ করেছেন এবং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছেন। এসব কারণে বেইজিং পেলোসি এবং তাঁর সংশ্লিষ্ট পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।’ তবে এই নিষেধাজ্ঞার আওতায় কে বা কারা পড়বেন এবং কবে, কখন কোন এলাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। 

চীন সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করা এবং হংকং ও জিনজিয়াংয়ের মানবাধিকার ইস্যুতে উচ্চকিত হওয়ায় এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

চলতি বছরের মার্চে চীন দেশটির মানবাধিকার পরিস্থিতির বিষয়ে ‘মনগড়া মিথ্যা’ প্রকাশ করায় বেশ কয়েকজন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে কোন কোন কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার কোনো তালিকা প্রকাশ করেনি চীন। তবে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল চীন। 

এর আগে, গত সপ্তাহে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন ন্যান্সি পেলোসি। তাঁর ১৮ ঘণ্টার সফরের প্রতিক্রিয়া তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান উভয় দেশই চীনের এই মহড়াকে ‘উসকানিমূলক আচরণ’ বলে আখ্যা দিয়েছে। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন