হোম > বিশ্ব > চীন

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ চীন

অনলাইন ডেস্ক

গত দুই দশকে বৈশ্বিক সম্পদ বৃদ্ধিতে চীনের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। গত দুই দশকে বৈশ্বিক সম্পদ যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের। ফলে যুক্তরাষ্ট্রকে টপকে এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে দেশটি। ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট বৈশ্বিক আয়ের ৬০ শতাংশের বেশি যে ১০টি দেশের দখলে রয়েছে, সেসব দেশের জাতীয় আয়-ব্যয়ের হিসাব করে এ গবেষণাটি করা হয়েছে। 

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে সেটি বেড়ে ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলার হয়েছে। অর্থাৎ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে তিন গুণ। বিশ্বের সম্পদ তিন গুণ বাড়ার পেছনে চীনের ভূমিকা বেশি। কেননা, ২০০০ সালে চীনের নিট সম্পদের মূল্য ছিল ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা ২০২০ সালে বেড়ে ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে চীনের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের গত দুই দশকে নিট সম্পদের মূল্য বেড়েছে দ্বিগুণের বেশি। দেশটির নিট সম্পদের মূল্য বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ ধনকুবেরের হাতে বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে। তাদের সম্পদ দিন দিন বেড়েই চলছে।   

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন