হোম > বিশ্ব > চীন

তাইওয়ানকে রক্ষার প্রতিজ্ঞা যুক্তরাষ্ট্রের, কড়া প্রতিক্রিয়া চীনের 

অনলাইন ডেস্ক

চীনের আক্রমণ থেকে তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র। সোমবার জাপান ভ্রমণকালে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে চীন। বলেছে, চীন যেকোনো মূল্যে তাইওয়ান ইস্যুতে নিজেদের স্বার্থ রক্ষা করবে। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপির পৃথক দুই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বাইডেন বলেছেন, চীন তাইওয়ান আক্রমণ করলে তিনি সেনাবাহিনী ব্যবহার করবেন। বিশ্লেষকদের ধারণা, এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র চীনের ব্যাপারে অনুসৃত দীর্ঘদিনের নীতি থেকে সরে আসল। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক যৌথ সম্মেলনে বলেন, তাইওয়ানকে রক্ষা করা ‘আমাদের করা প্রতিজ্ঞার’ মধ্যেই পড়ে। 

এ সময়, তাঁকে যুক্তরাষ্ট্র অনুসৃত ‘এক চীন’ নীতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো এই নীতিই অনুসরণ করে। কিন্তু তার মানে এই নয় যে, কেউ জোর করে তাইওয়ান দখল করে নেবে, এটা কোনোভাবেই উচিত হবে না। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, ‘তাইওয়ান চীনের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।’ চীনের কমিউনিস্ট পার্টি কখনোই স্ব-শাসিত তাইওয়ানকে কোনোভাবে নিয়ন্ত্রণ করেনি বলেও জানান তিনি। এ সময়, তিনি এ প্রতিজ্ঞার কথাও স্মরণ করিয়ে দেন যে—প্রয়োজন হলে চীন যেকোনো সময় এই অঞ্চল তার নিয়ন্ত্রণে নিতে পারে, এমনকি বল প্রয়োগ করে হলেও। 

ওয়াং ওয়েনবিন আরও বলেছেন, ‘তাইওয়ান ইস্যু একান্তভাবেই চীনের অভ্যন্তরীণ ইস্যু। সুতরাং চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে সমঝোতা বা ছাড় দেওয়ার সুযোগ নেই।’

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন