হোম > বিশ্ব > চীন

প্রতিশোধের দুষ্টচক্র শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে, তা থেকে ‘প্রতিশোধের দুষ্টচক্র’ শুরু হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে চীন। মূলত, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেওয়ার যে প্রতিজ্ঞা ব্যক্ত করেছে, সেই বিষয়কে ইঙ্গিত করেই বেইজিং এই আশঙ্কা ব্যক্ত করেছে। গতকাল মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত ও ৩৪ জন আহত হওয়ার পর হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীকে জড়িয়ে মূলত তেহরানকেই দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ‘যদিও আমরা এই হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করছি, তবে আমরা জানি যে সিরিয়া ও ইরাকে সক্রিয় ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে। কোনো সন্দেহ রাখবেন না—আমরা যথাসময়ে আমাদের নিজস্ব পদ্ধতিতেই দায়ীদের জবাবদিহির আওতায় আনব।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিবৃতিতে বলেছেন, ‘আমরা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের বিষয়টি আমলে নিয়েছি। আমার এটিও আমলে নিয়েছি যে, ইরান বলেছে, এই হামলার সঙ্গে তারা জড়িত নয়।’ 

বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ‘এই ইস্যুতে আমরা আশা করি সংশ্লিষ্ট সব পক্ষই শান্ত ও সংযত আচরণ করবে...যাতে এই অঞ্চলে বিস্তৃত সংঘাত শুরু হওয়ার মাধ্যমে প্রতিশোধের একটি দুষ্টচক্র শুরু হওয়ার আগেই ঠেকানো যায়।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি খুবই জটিল ও স্পর্শকাতর।’

এর আগে অবশ্য হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডমিরাল জন কারবি গত সোমবার বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না ওয়াশিংটন। তবে তিনি এও বলেছেন, মার্কিন ঘাঁটিতে এই হামলা উসকানিমূলক। এই হামলার ব্যাপারে কোনো ভুল করা যাবে না এবং অবশ্যই এর জবাব দিতে হবে।

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন