হোম > বিশ্ব > চীন

ফের কঠোর লকডাউনে চীনা শহর 

অনলাইন ডেস্ক

চীনের উত্তরাঞ্চলীয় শহর জিয়ানে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটিতে কঠোর লকডাউন জারি করা হচ্ছে। এতে শহরটির এক কোটি ৩০ লাখ মানুষকে এখন ঘরবন্দী থাকতে হবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে শহরটিতে কঠোর লকডাউন শুরু হয়। 

আগামী ফেব্রুয়ারিতে চীনের রাজধানী বেইজিংয়ে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। এ কারণে চীন উচ্চ সতর্কতায় রয়েছে কারণ এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি শহরে করোনার সংক্রমণ বেড়েছে। 

আজ বুধবার জিয়ান শহরে ৫২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত ৯ ডিসেম্বর থেকে এ পর্যন্ত শহরটিতে ১৪৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

চীন সরকারের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে জিয়ান শহরের সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য প্রতি দুই দিনে একবার পরিবারের একজন সদস্যকে বাইরে পাঠাতে পারবে। এ ছাড়া জরুরি অবস্থা ছাড়া অন্য সকলকে বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 
জিয়ান শহরের পক্ষ থেকে আরও বলা হয়, বাসিন্দাদের "প্রয়োজন না হলে শহর ছেড়ে যাওয়া উচিত নয়। আর বিশেষ পরিস্থিতিতে ছাড়তে হলে যথাযথ প্রমাণ দেখাতে হবে। 
 
এর আগে জিয়ান শহর কর্তৃপক্ষ জানায়, করোনার সংক্রমণ বাড়ায় শহরটির এক কোটি ৩০ লাখ মানুষের করোনা পরীক্ষা করান হবে। 

জিয়ান শহর থেকে এরই মধ্যে দূরবর্তী বাস চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন হাইওয়েতে চেকপোস্ট বসানো হয়েছে। 

চীনের ফ্লাইট ট্র্যাকার ভ্যারিফ্লাইটের পক্ষ থেকে জানানো হয়, শহরের প্রধান বিমানবন্দর থেকে আসা এবং যাওয়া ৮৫ শতাংশের বেশি ফ্লাইট স্থগিত করা হয়েছে। শহরের অভ্যন্তরে, বাস এবং ট্রেনগুলোতে যাত্রী কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শহরটির স্কুলও বন্ধ করা হয়েছে। 

চীনের সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, সুপারমার্কেট ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলি বাদ দিয়ে সমস্ত কম প্রয়োজনীয় ব্যবসাগুলোকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার কোম্পানিগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

শহরটিতে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার মাত্র একজনের শরীরে করোনাভাইরাস শনাক্তের পর চীনের গুয়াংজি অঞ্চলের ডংজিং শহরের ২০ লাখ মানুষকে গৃহবন্দী করা হয়েছে। 

চীনে ২০১৯ সালে প্রথম করোনা ভাইরাস শনাক্ত করা হয়। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন