হোম > বিশ্ব > চীন

চীনা বিনিয়োগে নজর, বুদ্ধমূর্তি সংরক্ষণ করছে তালেবান

অনলাইন ডেস্ক

অর্থনৈতিক দৈন্য অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে চীনা বিনিয়োগের দিকে নজর দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এর অংশ হিসেবে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহারা বসানো হয়েছে বুদ্ধমূর্তি সংরক্ষণের জন্য। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এপির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের গ্রামীণ এলাকার বিভিন্ন গুহায় যেন ধ্যানে বসে আছে বহু প্রাচীন বুদ্ধ মূর্তি। শত শত মিটার নিচে থাকা এসব মূর্তিকে তামার তৈরি মূর্তির বৃহৎ সংগ্রহশালা বলে মনে করা হয়। তবে ধ্বংসের বদলে এখন এসব সংরক্ষণেই যেন মনোযোগী তালেবান। 

আফগানিস্তানের প্রথম শতকের বৌদ্ধ ভিক্ষুদের নির্মিত মেস আয়নাক মঠের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তালেবান নেতা হাকুমুল্লাহ মুবারিজ। তিনি বলেন, এসব স্থাপনার সুরক্ষা আফগান ও চীনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এর আগে হাকুমুল্লাহ মুবারিজ মার্কিন সমর্থিত আফগান বাহিনীর সঙ্গে লড়াইরত একটি তালেবান যুদ্ধ ইউনিটের নেতৃত্ব ছিলেন। গত বছর কাবুলের পশ্চিমা সমর্থিত সরকারের পতন ঘটলে তাঁর নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরা মেস আয়নাক তামার মঠের ধ্বংসাবশেষ সংরক্ষণে এগিয়ে আসে। হাকুমুল্লাহ মুবারিজ বলেন, ‘আমরা জানতাম, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে।’

আফগানিস্তানের আনুমানিক এক ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদকে দেশটির সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠি হিসেবে বিবেচনা করছে দেশটির কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিনের ক্রমাগত যুদ্ধ ও সহিংসতার ফলে কোনো সরকারই দেশের খনিজ সম্পদকে সেভাবে কাজে লাগাতে পারেনি। এখন পশ্চিমা সমর্থিত সরকারের পতন এবং মার্কিন বাহিনী প্রত্যাহারের পর দেশটিতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠছে তুরস্ক, ইরান ও রাশিয়ার মতো দেশগুলো। তালেবানের পক্ষ থেকেও অন্য দেশগুলোর এমন আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। 

তবে আফগানিস্তানে বিনিয়োগের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে চীন।  তালেবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানে একটি বৃহৎ আকারের প্রকল্প হতে পারে মেস আয়নাকে। যা সম্ভাব্যভাবে এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্র পাল্টে দিতে পারে।

 দুই দশক আগে যখন তালেবান প্রথম ক্ষমতায় আসে, তখন তারা দেশটির অন্য অংশে বিশালাকার বুদ্ধমূর্তি ধ্বংস করে দুনিয়াজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল। এসব মূর্তিকে ‘পৌত্তলিক প্রতীক’ হিসেবে আখ্যায়িত করত তালেবান। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন