হোম > বিশ্ব > চীন

চীনের সামরিক বাহিনী আরও আক্রমণাত্মক হচ্ছে, মার্কিন সেনাপ্রধানের দাবি

অনলাইন ডেস্ক

গত পাঁচ বছরে চীনের সামরিক বাহিনী আরও আক্রমণাত্মক ও বিপজ্জনক হয়ে উঠছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলে। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাহিনীটি নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চীনের সামরিক বাহিনী ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে বলে দাবি করেছেন মার্কিন সেনাপ্রধান। গতকাল রোববার ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল আন্দিকা পারকাসার সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।

মার্ক মিলে বলেন, ‘চীন পুরো অঞ্চলেই নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এর সম্ভাব্য ফল এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষে যাবে না।’

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, চীনের প্রভাব কমানোর জন্য় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে যৌথ কর্মসূচির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে অঞ্চলটিতে সফর করছেন দেশটির সেনাপ্রধান। তিনি আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া অঞ্চলেও একই উদ্দেশে সফর করবেন।

যুক্তরাষ্ট্রের শঙ্কা, ২০২৭ সালের মধ্যে তাইওয়ানের দখল নিতে পারে চীন। এ ছাড়া সলোমন দ্বীপপুঞ্জে চীন নৌঘাঁটি করার চেষ্টা করছে এমন উদ্বেগও জানিয়েছে দেশটি।

এদিকে আগামী মঙ্গলবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই দেশগুলো গত মে মাসে গঠিত হওয়া ইন্দোপ্য়াসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএএফ) অন্তর্ভুক্ত। এতে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য় সদস্য় দেশগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রুনেই, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন