অনলাইন ডেস্ক
চীনে করোনার সংক্রমণ ঠেকাতে সন্দেহভাজন করোনা রোগীদের রাখা হচ্ছে ধাতব বাক্সে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ কয়েকটি ভিডিওতে এমনটি দেখা গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, কোয়ারেন্টিন সেন্টারে সারির পর সারি করে রাখা হয়েছে ধাতব বাক্স। বাসে করে সেখানে আনা হচ্ছে করোনা রোগীদের।
চীনে ‘শূন্য-কোভিড’ নীতিতে করোনার সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী মাসেই চীনে শীতকালীন অলিম্পিক শুরু হবে। এর আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লাখ লাখ মানুষকে কোরায়েন্টিনে রাখা হয়েছে।
ডেইলি মেইল আরও জানায়, চীনের বেশ কিছু এলাকায় গভীর রাতে গিয়ে মানুষকে কোয়ারেন্টিন সেন্টারে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। করোনার সংক্রমণ বাড়ায় চীনে প্রায় ২ কোটি মানুষ এখন ঘরবন্দী রয়েছে। এমনকি তারা বাড়ির বাইরে খাবার কেনার জন্যও যেতে পারছে না।
সম্প্রতি কঠোর লকডাউনের কারণে চিকিৎসা করাতে দেরি হওয়ায় চীনের একজন অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত হয়। এসব ঘটনার পর চীনের ‘শূন্য-কোভিড’ নীতি নিয়ে প্রশ্ন উঠেছে।
চীনে ২০১৯ সালের প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকেই দেশটিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।