অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিয়ে ভীত নয় চীন। তবে উভয় পক্ষের জন্য উপকারী হলে পারস্পরিক সহযোগিতাকে বেইজিং স্বাগত জানাবে। বিশ্বের অন্যতম এই দুই পরাশক্তির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই আজ সোমবার এ মন্তব্য করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওয়াং ইর মন্তব্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্কে বিদ্যমান সমস্যাগুলো ওয়াশিংটনের ‘কৌশলগত ভুল সিদ্ধান্ত’ থেকে সৃষ্টি হয়েছে।
প্রতিযোগিতায় কোনো ক্ষতি নেই তবে এটি ইতিবাচক হওয়া উচিত উল্লেখ করে চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যদি সংঘর্ষ হয়, তবে (চীন) এতে ভয় পাবে না এবং শেষ পর্যন্ত লড়াই করে যাবে।’
করোনাভাইরাসের উৎস, বাণিজ্য, মানবাধিকার এবং তাইওয়ানের ওপর বেইজিংয়ের ক্রমবর্ধমান চাপসহ বিভিন্ন ইস্যুতে মতবিরোধের কারণে বর্তমানে প্রায় তলানিতে রয়েছে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার সম্পর্ক। এর মধ্যেই গত মাসে ভার্চুয়াল এক বৈঠকে মিলিত হন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।