অনলাইন ডেস্ক
চীনে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, ওই উড়োজাহাজে ১৩৩ জন যাত্রী ছিলেন। উড়োজাহাজটি চীনের কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে ‘দুর্ঘটনা’র শিকার হয়েছে বলে মনে করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি চীনের ইস্টার্ন এয়ারলাইনসের মালিকানাধীন। সূচি অনুযায়ী আজ সোমবার কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার কথা ছিল উড়োজাহাজটির। এটি বোয়িং ৭৩৭ মডেলের একটি উড়োজাহাজ ছিল বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।
চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৩৩ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি গুয়ানজি অঞ্চলের একটি পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর তাতে আগুন ধরে যায়।
চীনা কর্তৃপক্ষ এ ঘটনাকে দুর্ঘটনা বলে উল্লেখ করেছে। এখন পর্যন্ত উড়োজাহাজ বিধ্বস্তের সঠিক কারণ জানা সম্ভব হয়নি। রয়টার্স জানিয়েছে, এরই মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। হতাহতদের বিষয়ে এখনো কোনো তথ্য জানা সম্ভব হয়নি।